October 12, 2024, 3:27 am
আজিজুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়ায় সোমবার সকালে বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে ৪ টি ক্লিনিকে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বাগআঁচড়ার জনসেবা ক্লিনিক,আল-মদিনা হাসাপাতাল,বাগআঁচড়া নার্সিং হোম, জোহরা মেডিকেল সেন্টার ও রুবা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদলত। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও মেহেরুননেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করাহয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে ক্লিনিক গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪০) ধারা মোতাবেক ৪ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার হাবিবুর রহমান,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ।