October 5, 2024, 3:17 am
মহিউদ্দিন চৌধুরী,
নিজস্ব প্রতিনিধি:
শুক্রবার সকালে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে মুন্সেফ বাজারে সেন্ট্রাল হসপিটালের বিপরীত পার্শ্বে এম এস টাওয়ারের ২য় তলায় ভাংচুর করে।
এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান (২৮) পিতা মুজিবুর রহমান বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ করেন।
বিবাদী:১/ মিজানুর রহমান (৪৫).২/ মতিউর রহমান (৪০).
৩/ মোহাম্মদ মোজাম্মেল (৫০)।
থানার অভিযোগ সুএে জানাযায়,বিবাদীগনের সহিত পূর্ব হতে মৌজা – পটিয়া,বিএস দাগ নং- ২৩৫৬। তপশীলোকুক্ত বাদীর পৈত্রিক জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।বিবাদীগন বিভিন্ন সময়ে বাদীর পৈত্রিক জায়গা জোরপূর্বক জবর দখল করার পায়তারা করে আসছে।ইতিমধ্যে বাদী সহ তার পরিবারের লোকজন বাদীর পৈত্রিক বিল্ডিংয়ের ২য় তলায় ঘর নির্মাণ কাজ শুরু করে। গতকাল শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় বাদীর নির্মাণাধীন পাকা বিল্ডিং এর ২য় তলার ঘর নির্মাণের কাজ চলাকালীন সময়ে উল্লেখিত বিবাদী সহ তাদের সহযোগী অপরাপর অঙ্গাতনামা বিবাদীগন উল্লেখিত ঘটনাস্থলে প্রবেশ করে বাদীর বিল্ডিং এর ২য় তলার নির্মাণাধীন প্রায় ৪৫ ফুট দেওয়াল ভাংচুর করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষতি সাধন করে।এবং বাদী ও বাদীর বয়স্ক মাকে মারধর করে এবং বিভিন্ন রকনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।এব্যাপারে বাদী মোস্তাফিজুর রহমান পটিয়া থানা পুলিশের সহযোগিতা কামনা করেন।