October 13, 2024, 8:14 am
এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট :বাগেরহাটের বাগেরহাটে বাস স্ট্যান্ডে নিরিবিলি পরিবেশে যাত্রীদের বিশ্রাম ও বসার জন্য পানির ফোয়ারাসহ নান্দনিক সব স্থাপনা তৈরি করেছে বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। একটি বট গাছকে কেন্দ্র করে গোলচত্বর নির্মান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর মুরালসহ গোলচত্বটিতে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে নান্দনিক এ স্থাপনার উদ্বোধন করেন শেখ তন্ময় এমপি। এসময় বাগেরহাট বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আসরাফী জেমস, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাদের সরদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান, বাস স্ট্যান্ডে যাত্রীদের র্দূভোগের কথা চিন্তা করে বাস স্ট্যান্ডের বট গাছকে কেন্দ্র গোল চত্বরটি নির্মান করা হয়েছে। এই চত্বরে বসে যাত্রীরা নিরিবিলি পরিবেশে যাত্রীদের বিশ্রাম নিতে পারবেন। এখানে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখার পাশাপাশি ফোয়ারা যাত্রীসহ জনসাধারদের আকৃষ্ট করতে নান্দনিক সব স্থাপনা তৈরী করা হয়েছে।
(এস এম সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট জেলা প্রতিনিধি