October 13, 2024, 4:52 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অংশের নির্মাণাধীন তিস্তা সেতুর সার্টার ভেঙ্গে পড়ে হাবিবুর রহমান (৫০)নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় হাবিবুর হরিপুর সংযোগ চিলমারী নির্মাণাধীন তিস্তা সেতুতে কর্মরত অনান্য শ্রমিকদের সাথে কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ করে ব্রিজের উপর থেকে লোহা ও স্টিলের একটি সার্টার ভেঙ্গে তার উপরে পড়ে। এতে হাবিবুর রহমান আঘাত পেয়ে গুরতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় আটও ২জন আহত হয়েছে।
হাবিবুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মৃত্যু লালু মোল্লার ছেলে।
এব্যাপারে পুলিশের এসআই সৈয়দ মামুনের সাথে কথা হলে তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে দাফনের অনুমতি দিয়ে পরিবার কে দেয়া হয়েছে।