October 9, 2024, 1:14 pm
ষ্টাফ রিপোর্টারঃ
আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।তিনি বলেন, ‘নির্বাচন আসছে, আগামী নির্বাচন কঠোর হবে, কাজেই দলকে আরও শক্তিশালী করে তোলার বিষয়ে আমাদের মনযোগী হতে হবে।
বুধবার (২০সেপ্টেম্ব) সন্ধ্যায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে মহানগর জাতীয় পার্টির ৩০ নং ওয়ার্ড শাখার কমিটি গঠনকল্পে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এবারের করোনাভাইরাসের সময় রওশন এরশাদ এমপির নির্দেশনায় জাতীয় পার্টি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ এমপির আমলে ময়মনসিংহে যেভাবে উন্নয়ন হয়েছে, সেভাবে আর কোন রাজনৈতিক দলকে মানুষের পাশে দাঁড়াতে ও এমন উন্নয়ন কর্মকাণ্ড তিনি দেখেন নি।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের সময় রওশন এরশাদ এমপি জনগণের সাথে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এই কারণে আমাদের প্রতিটি সংগঠন তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী আছে। তাই এই অবস্থান থেকে আমাদের আরো এগিয়ে নিতে হবে।
’
তিনি বলেন, রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টি জাতীয় সংসদে বিরোধী দলে আছে বলেই ময়মনসিংহে উন্নতি হচ্ছে। জাতীয় পার্টি আছে বলেই মানুষ অন্তত সেবা পাচ্ছে। মানুষ শান্তিতে আছে। জাতীয় পার্টির কোন নেতাকর্মী দখল বাণিজ্য,টেন্ডার বাণিজ্য,চাঁদাবাজীতে নেই। যারা আমাদের সমালোচনা করেন তাদের শুধু বলবো যে, ‘অতীতে আমাদের ময়মনসিংহে কি অবস্থা ছিল? সেটা যেন তারা একটু উপলব্ধি করে। তবে, কিছু লোক রয়েছে সারাক্ষণ মাইক লাগিয়ে রওশন এরশাদ এমপির সমালোচনা করতেই থাকবে। এসময় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাইয়ুম,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন দুলাল,শরীফুল ইসলাম খোকনসহ জেলা,উপজেলা ও ওয়ার্ড জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।