October 9, 2024, 4:17 pm
এম এ আলিম রিপন ঃ স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার র্যালি,আলোচনা সভা ও উন্নয়নমেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সুজানগর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানার ওসি জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি