October 12, 2024, 3:31 am
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টারঃ-
যোগদানের সময় খুব বেশি নয়, মাত্র একবছর, কিন্তু এরইমধ্যে অর্জনের ঝুরিতে ভরে নিয়েছেন দুই দুইবার শ্রেষ্ঠত্বের পুরষ্কার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সন্তান। ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে একটি হচ্ছে নেত্রকোনা। হাওরাঞ্চল খ্যাত ভারত সীমান্তবর্তী এলাকা শিল্প-সংস্কৃতির উর্বর ভূমি নেত্রকোনা জেলায় রয়েছে দশটি থানা। দশ থানা নিয়ে গঠিত নেত্রকোনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। তিনি সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্যের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরষ্কার গ্রহণ করেন। জেলায় যোগদানের এক বছর সময় ধরে জেলার প্রতিটি থানা ও পুলিশ সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেত্রকোনা পুলিশকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াতে পেরেছেন দুইবার। অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ। সাংবাদিকদের দের তিনি বলেন নির্দেশনা অনুযায়ী পুলিশের প্রতিটি ইউনিট সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের যেমন অক্লান্ত পরিশ্রমের ঝরানো শ্রমঘাম রয়েছে ঠিক তেমনই শ্রেষ্ঠ নির্বাচিত হবার পিছনে রয়েছে জেলার নাগরিকদের সহযোগিতা-অবদান। নাগরিকরা যদি সহযোগিতা আর সমর্থন না করতেন তবে যতো কাজই হোক সফলতা বয়ে নিয়ে আসা সম্ভব ছিলো না। জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং,ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, চোরাচালান আটকসহ মালামাল জব্দ, নাগরিকদের সাথে পুলিশের প্রত্যাশিত আচরণ এবং সামাজিক সকল অন্যায় অপরাধসহ সবধরনের অসঙ্গতির বিরুদ্ধে কাজ করছে। ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। সফলতা বা পুরষ্কার প্রাপ্তি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, অর্জন করা সম্ভব তবে ধরে রাখা কঠিন। আমরা ভালো কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিনগুলোতেও সেই কঠিনকেই জয় করতে বদ্ধপরিকর। পুলিশ সুপার পুরষ্কার গ্রহণের সময় ময়মনসিংহ রেঞ্জ এবং চার জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পূর্বের মতো চলতি বছরের জুলাই মাসেও ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। এই নিয়ে দুইবার শ্রেষ্ঠ জেলা পুলিশ নেত্রকোনা। এছাড়াও একই মাসের অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ হয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ।