October 14, 2024, 8:29 pm
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ উপলক্ষে জাতীয় পার্টি ঝিনাইদহ-২ আসনের হরিণাকুন্ডু উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হরিণাকুন্ডু উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিরিনা আক্তার, জাপা নেতা শাহাবুদ্দিন, সোহেল আহমেদ প্রমূখ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঝিনাইদহ-২ আসনে জাতীয় পার্টির একক এমপি পদপ্রার্থী হিসাবে মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমানকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
ঝিনাইদহ
আতিকুর রহমান