October 13, 2024, 5:33 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ১৬ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১১ঘটিকায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ইসলামিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য মতে ডিমলা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও সহকারী শিক্ষকদের সমন্বয়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভা।
ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সভাপতিত্বে আনুষ্ঠানিক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলার উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-১, এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সকল কে সর্বজনীন পেনশন স্কিম চালু করার আহবান জানান।