December 21, 2024, 11:37 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে সদ্য প্রয়াত ৪ (চার) আওয়ামীলীগ নেতা স্মরণে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ৮নং বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উপজেলার দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী ফকির হাটে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দগন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বীজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুর রব, বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জহির উদ্দিন বাবর,উপজেলা যুবলীগের সাবেক সদস্য মরহুম তানবীরুল ইসলাম চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা মরহুম তাজুল ইসলাম শামীমসহ ৪ (চার) নেতাকে স্মরণ করা হয়। বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ এয়াকুব মামুনের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দিনের (মনা কোম্পানি) সভাপতিত্বে উক্ত শোকসভায় মরহুমদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন,বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মো: জসিম উদ্দিন, মরহুম আবদুর রব চেয়ারম্যানের সুযোগ্য পুত্র আনোয়ারুল আজিম রুবেল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মরহুম তানভীরের ভাই মো: তৌফিক,
৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিক,
সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সবুজ,৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ইয়াছিন সহ অনেকেই। আলোচনা সভা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।