October 5, 2024, 3:50 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ার চাখারে ৭ কোটি ৮৬ লক্ষ ৫৮ হাজার ২২১টাকা ব্যায়ে পুনঃনির্মাণকৃত ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল শুভ উদ্বোধন করেন বরিশাল-২ বানারীপাড়া উজিরপুর সংসদীয় আসনের এমপি মোঃ শাহে আলম।১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় হাসপাতালের উদ্ধোধনের মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্নী , বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ বদরুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লালকুণ্ড,সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ওবায়দুর রহমান লুলু, বিজ্ঞান বিষয়ক সম্পাদক রুহুল আমিন মাস্টার, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক হাওলাদার, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি