October 13, 2024, 3:48 pm
(রিপন ওঝা, নিজস্ব প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আজ ১৫সেপ্টেম্বর সকাল ১০.৩০ঘটিকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপি বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, গত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জন করে আমাদের জেলার মেয়ে আনাই মগিনি ও আনুচিং মগিনিরা খেলাধুলায় খাগড়াছড়িকে অতুলনীয় উচ্চতায় নিয়ে পরিচিতি লাভ করিয়েছে। তাদের খেলার মাধ্যমে বাংলাদেশের সুনাম এনে দিয়েছে। আগামীতে এমন প্রত্যাশা ব্যক্ত করেন নতুনরাও দেশের হয়ে খেলবে।
প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,খেলাধুলা মানুষকে আনন্দ দেয়, উচ্ছ্বসিত করে তোলে,মাদক মুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখে। খেলাধুলা আমাদের আবেগ প্রকাশের একটি মাধ্যম। খেলার মধ্যে জাতি বৈষম্য থাকে না। সকলেই মিলেই আমরা মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের খেলাধুলার ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, খাগড়াছড়ি থেকেও আমাদের খেলোয়াড়রা সুনাম অর্জন করেছে। নতুন প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে এসেছে। আজ উপজেলা থেকে জেলায় এসে খেলছে, এখান থেকে জেলা পর্যায়ে খেলবে। পরে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে ভালো খেলে জাতীয় খেলার যোগ্যতা অর্জন করবে এমন প্রত্যাশা করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সহ উপস্থিত সকলে খেলা শুরু হওয়ার পূর্বমূহুর্তে সকল খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সভাপতিত্ব করেন।
এ উদ্বোধনী খেলায় অংশ নেয় খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় বনাম দীঘিনালা সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। এ খেলায় দীঘিনালা উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ১-২ গোলে এবং সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক দল এবং খাগড়াছড়ি সদর উপজেলা বালিকা দল দীঘিনালা উপজেলা বালিকা দলকে ০-৩ গোলে পরাজিত করেন।