July 14, 2025, 5:10 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে ‘নীরব ঝড়’ মোকাবেলায় প্রশাসনের টেকসই রূপরেখা বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভি-যানে ইয়া-বা ও বিদেশী অ-স্ত্র, গু-লিসহ ১ জন আট-ক তারেক-খালেদা জিয়াকে ক-টূক্তির প্রতি-বাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবে ও ছাত্রদলের বিক্ষো-ভ কর্মসূচি নীলফামারী আদালতে ৭টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দায়ের আশুলিয়ায় অপহ-রণের পর শিশুকে গ-লাকেটে হ-ত্যা ২৪ ঘন্টার মধ্যে হ-ত্যাকারী গ্রে-ফতার ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীর রাজাগঞ্জে ভ্রাম্যমানে ব্যাবসায়ীকে ৫০ হাজার জরি-মানা পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে’র পদত্যা-গের দাবিতে লিফলেট বিতরণ ও প্রতি-বাদ বিএনপি নেতার বিরু-দ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দ-খল, মা-মলা হাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরো-ধে সুষ্ঠ বিচা-র পাওয়ার দাবি-তে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ উদ্বোধনী

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ উদ্বোধনী

(রিপন ওঝা, নিজস্ব প্রতিনিধি)

খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আজ ১৫সেপ্টেম্বর সকাল ১০.৩০ঘটিকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপি বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, গত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জন করে আমাদের জেলার মেয়ে আনাই মগিনি ও আনুচিং মগিনিরা খেলাধুলায় খাগড়াছড়িকে অতুলনীয় উচ্চতায় নিয়ে পরিচিতি লাভ করিয়েছে। তাদের খেলার মাধ্যমে বাংলাদেশের সুনাম এনে দিয়েছে। আগামীতে এমন প্রত্যাশা ব্যক্ত করেন নতুনরাও দেশের হয়ে খেলবে।

প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,খেলাধুলা মানুষকে আনন্দ দেয়, উচ্ছ্বসিত করে তোলে,মাদক মুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখে। খেলাধুলা আমাদের আবেগ প্রকাশের একটি মাধ্যম। খেলার মধ্যে জাতি বৈষম্য থাকে না। সকলেই মিলেই আমরা মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের খেলাধুলার ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, খাগড়াছড়ি থেকেও আমাদের খেলোয়াড়রা সুনাম অর্জন করেছে। নতুন প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে এসেছে। আজ উপজেলা থেকে জেলায় এসে খেলছে, এখান থেকে জেলা পর্যায়ে খেলবে। পরে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে ভালো খেলে জাতীয় খেলার যোগ্যতা অর্জন করবে এমন প্রত্যাশা করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সহ উপস্থিত সকলে খেলা শুরু হওয়ার পূর্বমূহুর্তে সকল খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সভাপতিত্ব করেন।

এ উদ্বোধনী খেলায় অংশ নেয় খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় বনাম দীঘিনালা সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। এ খেলায় দীঘিনালা উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ১-২ গোলে এবং সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক দল এবং খাগড়াছড়ি সদর উপজেলা বালিকা দল দীঘিনালা উপজেলা বালিকা দলকে ০-৩ গোলে পরাজিত করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD