October 9, 2024, 7:49 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশাল রেঞ্জে ২ বার জেলায় ৯ বারের পর আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ১৩ সেপ্টেম্বর বুধবার পূনরায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন ৯ বার ও দ্বিতীয়বার বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বিশেষ পুরস্কার প্রদান করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম। ১১ সেপ্টেম্বর সোমবার অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার বিতরণ অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ফারুক হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওহিদুল ইসলামসহ বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপারগন। ১১ সেপ্টেম্বর সোমবারের পর ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সভা শেষে আগষ্ট/২৩ মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে এবার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষনা করা হয়েছে গৌরনদী মডেল থানা। জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের হাত থেকে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক গ্রহন করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গন।