October 13, 2024, 6:36 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় “রক্ষাগোলা নেতৃত্ব ও সরকারি প্রশাসিনিক কর্মকর্তাবৃন্দের গোদাগাড়ী উপজেলার বিভিন্ন সামাজিক বিরোধ হ্রাসে করনীয়” শীর্ষক মতবিনিময় সভা উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ রোজ বুধবার অডিওভিজ্যুয়াল মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মতবিনিমিয় সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা এবং সিসিবিভিও’র পক্ষে কি-নোট উপস্থাপন করেন সিসিবিভিও’র মূল্যায়ন ও আইটি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, গোদাগাড়ী মডেল থানার তদন্ত কর্মকর্তা শম্ভু চন্দ্র রায় ও গোদাগাড়ী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন ও গোদাগাড়ী সাংবাদিক আলমঙ্গীর কবির তোতা, দীপ শিখার এরিয়া ম্যানেজার মো: এরশান আলী।
গোদাগাড়ী উপজেলাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগনের সাথে প্রতিনিয়ত ঘটতে থাকা বিভিন্ন সামাজিক বিরোধ ও বৈষম্য এবং এই সংকট মোকাবেলার জন্য উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দের মুক্ত আলোচনার মাধ্যমে মতামত প্রদান করেন। মুক্ত আলোচনায় বক্তারা খাস জমি বন্দোবস্ত নিয়ে জটিলতা, বসতভিটা ও কবরস্থান দখল, হান্ডি নিয়ে হয়রানী, সরকারী সেবা পাওয়া নিয়ে হয়রানী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম বলেন, “মতবিনিমিয় সভায় আলোচিত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ একত্রিত থাকেন এবং প্রতিবাদ করেন, ভ‚মি বিষয়ে কোন সমস্যা হলে, কোন প্রতিকার না পেলে আমাকে আপনারা জানাবেন। আমরা সবাই মিলে একসাথে থাকব, আমরা কোন ভেদাভেদ প্রশ্রয় দেব না।”
মোঃ হায়দার আলী,
রাজশাহী।