December 30, 2024, 5:36 pm
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে প্রথমবারের মতো আয়োজন করা হয় আইসিটি অলিম্পিয়াড‘২০২৩। বেতাগী সাইন্স ক্লাব ও গ্রিন পিস সোসাইটি, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরী বরগুনা ইউনিটের সহযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম (লেভেল-১) ও নবম থেকে দশম(লেভেল-২) দুই ক্যাটাগরীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বেতাগী সাইন্স ক্লাবের সভাপতি রাফি খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান।
ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও গ্রিন পিস সোসাইটি সভাপতি খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক স্বপন কুমার ঢালী ও ফাইজুর রহমান টিটু।
এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার শিশু গবেষক মাইনুল ইসলাম তন্ময় এর সার্বিক তত্তাবধানে প্রথম ক্যাটাগিরিতে বিজয়ীরা হলেন, প্রথম সপ্তম শ্রেণীর রোল নাম্বার (০২) তৃপ্তি চন্দ্রনা, দ্বিতীয় সপ্তম শ্রেণীর রোল নাম্বার (৫৯) মুরসালিন,তৃতীয় অষ্টম শ্রেণীর রোল নাম্বার (০২( আরিফ ইসলাম । দ্বিতীয় ক্যাটাগিরিতে বিজয়ীরা হলেন, প্রথম স্থান নবম শ্রেণীর রোল নাম্বার (৪৮) মুস্তাকিম, দ্বিতীয় স্থান দশম শ্রেণীর রোল নাম্বার (৫০) রফিকুল ইসলাম, তৃতীয় স্থান রোল নাম্বার (৭৯) সাদিয়া ইসলাম বির্থী।
এসময় বক্তারা বলেন, বেতাগীতে এই প্রথমবারের মতো আইসিটি অলিম্পিয়াডের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও মেধা বিকাশের সহযোগিতা করবে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।