December 22, 2024, 6:30 am
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার গৌরনদী মডেল থানাকে আবারও শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। মোস্ট ওয়ানন্টেড পলাতক আসামি গ্রেপ্তারসহ আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক দিক মূল্যায়নের ভিত্তিতে বরিশাল জেলার মধ্যে আবারও গৌরনদী মডেল থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর সোমবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের হাতে শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দিয়েছেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম সেবা, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।