December 21, 2024, 4:52 pm
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে
এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।
তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়গুলোর সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য নিয়মিত এ ধরণের শিক্ষক সমাবেশ করার আহবান জানান তিনি। তিনি বলেন- এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, জেলা পরিষদ সদস্য মেজবাউল আলম রুবেল চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, অফিসার ইনচার্জ তারাকান্দা থানা আবুল খায়ের। উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন শেষে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানীত ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজনসহ উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দসহ প্রায় আট শতাধীক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।