October 14, 2024, 8:31 pm
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বাসায় দুধর্ষ চুরি হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার আনুমানিক ১টায় এ চুরির ঘটনা ঘটে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান জানান দুপুর ২টায় খাবার খেতে বাসায় গিয়ে রুমের দুটি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করেন। উজিরপুর মডেল থানার এস.আই মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। শাহিনুর জামান আরো জানান তালা ভেঙে দুধর্ষ চোর চক্র একটি মোবাইল ফোন, নগদ টাকা, টর্চ লাইট সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।