December 21, 2024, 4:46 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামে গাছথেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কেশবকাঠী গ্রামের হারুন মৃূধার ছেলে মোঃ বেলাল মৃধা (৪৮) নিজ বাড়ির বাগানের গাব গাছের ডাল কাটতে উঠলে এ দুর্ঘটনার শিকার হন। স্বজনরা জানান ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ০৩ টার দিকে গাছ থেকে পড়ে যান এবং মাথায় গুরুতর জখম হয়ন।এ সমায় স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার এস,আই আল মামুন জানান আনুষ্ঠানিকতা শেষে লাস পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কামরুল হাসান জানাল, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।