October 13, 2024, 7:23 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
আদিতমারী থানার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেন আদিতমারী থানা পুলিশ।
লালমনিরহাটে আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ মো: মতিউর রহমান, এএসআই শাহাদুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউপিস্থ বড় কমলাবাড়ী শংকরটারী গ্রামের মাদক ব্যবসায়ী পলাতক আসামি মোঃ আঃ খালেক (৫৬), পিতা- মৃত জাবেদ আলী সাং- বড় কমলাবাড়ী , ইউপি- কমলাবাড়ী, থানা -আদিতমারী, জেলা- লালমনিরহাট এর বসতবাড়ীর ভিতর অভিযান চালিয়ে তাহার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন এর শয়ন ঘরে তোশকের নিচ হতে একটি কালো হাত ব্যাগে ০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত ব্যাগে মাদক বিক্রির ৭০৯৭০ /- টাকা এবং পলাতক আসামি মোঃ বিপ্লব হোসেন এর শয়ন ঘরে খাটের নিচে একটি হলুদ রঙের বস্তায় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়, মামলা নং-১০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের১৪(খ)/ ১০ (ক)/৪১ রুজু করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউপিস্থ বড় কমলাবাড়ী শংকরটারী গ্রামের মাদক ব্যবসায়ী আঃ খালেক, এর বসতবাড়ীর ভিতর অভিযান চালিয়ে ০৮ পিস ইয়াবা ট্যাবলেট ১০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৭০৯৭০ টাকা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন আদিতমারী থানার পুলিশ।
হাসমত উল্লাহ ।