October 13, 2024, 4:43 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়া উপজেলার রায়ের হাট সংলগ্ন প্রবাসীর বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে ইউসুফ হাওলাদার (২৭) নামের এক টাইলস মিস্ত্রির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার ১১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে বানারীপাড়া উপজেলার রায়ের হাটে সুইজারল্যান্ড প্রবাসী মোঃ সেলিম আহম্মেদ হাফেজের বাসায় টাইলস মিস্ত্রি জাকির হোসেনের হেলপার ইউসুফ টাইলসের কাজ করছিলেন। এ সময় ইউসুফ হাত ও পা ভিজা অবস্থায় পানির মটর পাম্প চালু করতে গেলে বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার দক্ষিণ শাখারিয়া গ্রামের মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ ইউসুফ। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে জানায় এলাকাবাসী।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন- টাইলসের কাজ করতে গিয়ে পানির মটর পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত ইউসুফের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় যথাযথ আইনী প্রক্রিয়ায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#