December 22, 2024, 6:29 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামুল্যে মাসকলাই ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাসকলাই প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৭০ জন কৃষকদের মাসকলাই ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার ফিরোজ আহম্মেদ, উপ সহকারী কৃষি অফিসার আবু রায়হান সহ উপ সহকারী কৃষি অফিসার ও কৃষক গন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ডাউলের চাহিদা মেটাতেই বর্তমান সরকার কৃষকদের মাঝে বিনামুল্যে মাসকলাই ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।