October 12, 2024, 3:51 am
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান,
ফারুক হোসেন, ঝংকর ঢালী, দেবাশীষ দাশ, সঞ্জয় দেবনাথ, উপজেলা গ্রাম পুলিশ এসোসিয়েশনের সভাপতি আফসার উদ্দীন, সাধারণ সম্পাদক কালীপদ ও লিটন গাজী। অনুষ্ঠানে গ্রাম পুলিশদের মাঝে পোশাক, জুতা, লাঠি, বাঁশি, গ্রাম পুলিশদের প্রয়োজনীয় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।