December 21, 2024, 4:23 pm
ষ্টাফ রিপোর্টারঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত করাসহ শিক্ষার্থীদের মাঝে আইসিটি ধারনা তৈরি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের তারাকাম্দা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি উপকরণ বিতরণ করা হয়েছে
বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ১টি ল্যাপটপ ও ১৪ টি রাউটার উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন-বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছে, আমরা সেই প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপসহ বিভিন্ন আইসিটি শিক্ষা উপকরণ বিতরণ করেছি।
তিনি বলেন, ‘স্কুলের মাঝে এসব উপকরণ বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। এটি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি মহৎ বিনিয়োগ হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন- দেশে সার্বিকভাবে আইসিটি শিক্ষার অগ্রগামী অবস্থা বিদ্যমান। এ অবস্থা ত্বরান্বিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া দরকার। এতে করে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে তা ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর সভাপতিত্বে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ, তারাকান্দা শাখার সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম ও উপকরণ প্রাপ্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। উপস্থিত সকলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণকে ত্বরান্বিত করতে প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি উপকরণ বিতরণের ঘটনাকে স্বাগত জানিয়েছেন এবং ইউএনওর ভূয়সী প্রশংসা করেছেন।