August 31, 2025, 12:59 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব তানোরে গো-খাদ্যর সং-কট বি-পাকে গৃহস্থ-খামারি খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভা-বনার নতুন দ্বার খুলছে ভারত সীমান্তবর্তী পদ্মা পাড়ের কয়েকটি গ্রাম নদী ভা-ঙ্গনে মানচিত্র থেকে হা-রাতে বসেছে তানোরে জামায়াতের শুধী স-মাবেশ ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মতবিনিময় স-ভা অনুষ্ঠিত ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উ-দ্বোধন নড়াইলে ১০টি চো-রাই ল্যাপটপ উ-দ্ধার আন্তঃজেলা চো-র চ-ক্রের দুইজন গ্রে-ফতার
পানছড়িতে নারীদের নেতৃত্বে উদযাপিত হবে দুর্গাপূজা ২০২৩, সভাপতি অনিমা সাহা ও সম্পাদক লিপি দেবনাথ

পানছড়িতে নারীদের নেতৃত্বে উদযাপিত হবে দুর্গাপূজা ২০২৩, সভাপতি অনিমা সাহা ও সম্পাদক লিপি দেবনাথ

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম দুর্গাৎসব পরিচালনা কমিটি ২০২৩ এর উদ্যোগে এ বছর নারীদের নেতৃত্বে হবে ব্যতিক্রমী দুর্গাপূজা উদযাপন। আয়োজকরা জানান, দেবী দুর্গার ন্যায় নারীর অসীম ক্ষমতা এবং নারীর প্রতি সম্মান দেখানো এমন উদ্যোগের মুখ্য বিষয়। এসেছে শরৎ, দুয়ারে কড়া নাড়ছে দেবীদূর্গার আগমনী বার্তা। মাত্র কয়েক দিন পর সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সূচনালগ্ন থেকে দুর্গাপূজা উপলক্ষে পুরুষদের নিয়ে কমিটি গঠন করা হলেও পানছড়িতে এবারই ব্যতিক্রম এমন আয়োজনে সম্পূর্ণ নারীদের পরিচালনায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এতে পুরুষদের পরিবর্তে ৩২ জন নারী সদস্যদের দ্বারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে এবারের দুর্গাপূজার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সাঁওতাল পাড়া এলাকার অনিমা রানী সাহা ও সাধারণ সম্পাদক লিপি দেবনাথকে।তাদের নেতৃত্বে এবারের দুর্গাপূজার পূজা উদযাপন করা হবে। টাকা কালেকশন হতে শুরু করে মায়ের পূজার আয়োজন সহ সব ক্ষেত্রে থাকবে তাদের সরব উপস্থিতি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় পানছড়ি সাঁওতাল পাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত দেব মানিক সহস্থানীয় সনাতনী ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে এতে অন্যান্যদের মধ্যে রয়েছে সহ-সভাপতি- ঝুনু রানী দে, সহ সাধারণ সম্পাদক- মায়া রানী শীল, কোষাধ্যক্ষ – শিখা রানী দাশ সম্মানীত সদস্যবৃন্দদের মধ্যে রয়েছে – পুষ্পা রানী দাশ,মঙ্গলী সাহা,সুবর্না চৌধুরী,মিনাক্ষী শীল,মিতু দেবনাথ,রত্না দেবনাথ,কানু রানী সাহা,বৃষ্টি সাহা,রত্না রানী শীল,কল্পনা দে,রত্না দাশ,মেঘনা দাশ,অঞ্জনা শীল,রুপালী দেবনাথ,জয়ন্তি দাশ,সুইটি সাওঁতাল,জুই সাওঁতাল,পুষ্পিতা শীল,পুজা দাশ,অনিকা সাওঁতাল,ঈশা দাশ,মেঘনা দাশ,জয়শ্রী দে,কাজলী সাওঁতাল,বৈশাখী কিসকু,মনি সাওঁতাল
দিয়া মনি সাওঁতাল।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল চৌধুরী জানান,নারীর ক্ষমতায়নের প্রতীক দেবী দুর্গা। বাস্তবে নারীরা, মায়েরা স্বীয় মেধা, দক্ষতা ও প্রচেষ্টায় নিজের শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরতে পারেন। তার বহু দৃষ্টান্ত রয়েছে।পানছড়িতে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সকল মাতৃমন্ডলির সাফল্য কামনা করি।

নারী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান,দেবী দুর্গা আমাদের ধরিত্রী মাতা। মা আমাদের বাস্তবিক জীবনে আবির্ভূত হন সংকট মোচনে। দেবী দুর্গা অনেক হাতের মাধ্যমে অশুর বিনাশ করে সন্তানদের মঙ্গলের জন্য সব করেন। বাস্তব জীবনে আমাদের মায়েরা সকাল থেকে রাত পর্যন্ত সন্তানদের মঙ্গলের জন্য কাজ করেন বিরামহীনভাবে। মায়েরা-নারীরা যে পরিশ্রম করেন, সবকিছু সামাল দেন। আমাদের এ কমিটি গঠন নারী জাগরণের বহিঃপ্রকাশ।

সনাতনী পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়া হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান।
২ অক্টোবর সপ্তমী, ৩ অক্টোবর মহাষ্টমী, ৪ অক্টোবর মহানবমী ও ৫ অক্টোবর বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD