October 9, 2024, 1:59 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
কুড়িগ্রামে পুজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং অনুষ্ঠিত র‌্যাব-১২ কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঘুঘু পাখি বিলুপ্তি প্রায় মহেশপুর থেকে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার সুজানগর পৌর শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বরেন্দ্রের প্রাণপুরুষ ড,এম আসাদুজ্জামান সুজানগর পৌর এলাকায় প্রতিমা মূর্তি ভাংচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চু গ্রেফতার মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় ডিমের আমদানি হলেও বাজারে দাম কমেনি
উজিরপুরে পৃথক পৃথক ভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

উজিরপুরে পৃথক পৃথক ভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মোঃ জুনায়েদ খান সিয়াম,
নিজস্ব প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পৃথক পৃথকভাবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

কেন্দ্রীয় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ উজিরপুর উপজেলার আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উজিরপুর কেন্দ্রীয় সার্বজনীন রাধা-গোবিন্দ (জিউর) মন্দির, (ভবতারন আশ্রম)উজিরপুর হাসপাতাল রোড থেকে ঢাক-ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ অংশগ্রহণের মাধ্যমে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।অপরদিকে বিকেল ০৪ টার সময় উজিরপুর সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙ্গীনা পক্ষ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
উজিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুর সভাপতিত্বে উজিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস চন্দ রায় এর সঞ্চালনায় মঙ্গলশোভাযাত্রা উদ্বোধন করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,

অন্যান্যদেরমধ্যে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শিমা রানী শীল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক হালদার,বি এন খান কলেজের সাবেক অধ্যক্ষ অশোক রায় চৌধুরী,সদস্য সচিব গৌরাঙ্গ চন্দ রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের ক্রিড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উজিরপুর প্রতিনিধি সুদেব মন্ডলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। মঙ্গল শোভাযাত্রা শেষে উজিরপুর কর্মকারপাড়ায় সার্বজনীন কেন্দ্রীয় অবধুত সেবাশ্রমে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
অপরদিকে বিকাল চারটায় উজিরপুর সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙ্গীনা ও শ্রীগুরু মন্দির সভাপতি বরুন কুমার মিত্র এর সভাপতিত্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বেতাগী থানার ওসি তদন্ত সঞ্জয় মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল,অনুষ্ঠানের সঞ্চালনায় করেন সাধারন সম্পাদক তপন মিত্র,প্রথম পর্বে অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দুর্লভ প্রজাতির একটি গাছ মন্দির আঙিনায় রোপন করা হয়। এরপরে একটি বর্ণনাঢ্য রেলি উজিরপুর মহিলা কলেজ সংলগ্ন মন্দির থেকে যাত্রা শুরু করে উজিরপুর বন্দর বাজার প্রদক্ষিণ করে কুমার বাড়ি মন্দির হয়ে উজিরপুরে প্রধান প্রধান করে প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে সমাপ্ত হয়। পরে মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD