December 21, 2024, 4:11 pm
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক-নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম , এসআই সাইদুর রহমান, এসআই সৈয়দ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে অভিযান চালান।
অভিযানে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে ইয়াবা ব্যবসায়ি মাইদুল ইসলাম(৩৪) কে গ্রেফতার করেন পুলিশ। এসময় তার নিকট থেকে পুলিশ ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এনিয়ে ধৃত আসামী মাইদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে তদন্ত ওসি মিলন চ্যাটার্জীর সাথে কথা হলে, তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা রজ্জু পূর্বক আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।