December 21, 2024, 4:33 pm
খাইরুল ইসলাম মুন্না
৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. রবিবার বরগুনায় যুব রেড ক্রিসেন্ট এর নতুন কমিটি ঘোষণা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে আরো গতিশীল ও সক্রিয় করার লক্ষে ইউনিটের সক্রিয় ও নিয়মিত ভলান্টিয়ারদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে তাদের মধ্যে থেকে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বরগুনা ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম, মোঃ গোলাম কিবরিয়া পিন্টু, মোঃ তৌহিদ মোল্লা ও ইউনিট লেভেল অফিসার এম. এ করিম এর উপস্থিতিতে আগত সকল ভলান্টিয়ারদের মতামতের ভিত্তিতে আগামি দুই বছরের জন্য যুব কার্যকরি কমিটি ঘোষণা করেন বরগুনা ইউনিট কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি অ্যাড. মোঃ আবদুল মোতালেব মিয়া।
মোঃ আব্দুর রহমান কে যুব প্রধান, তানজিলা আক্তার রিমা ও মোঃ সজিব হোসেন কে উপ যুব প্রধান এবং নির্ধারিত ৬ টি বিভাগে ৬ জন বিভাগীয় প্রধান ও ৬ জন উপ প্রধান সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামি দুবছর বরগুনার যেকোন প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করার পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট এর সকল কার্যক্রম বাস্তবায়ন করে পূর্বের ন্যায় সারা দেশে বরগুনার মুখ উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।