December 22, 2024, 6:26 am
রিপন ওঝা, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক খাগড়াছড়ির ২৯৮নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে গত ৩সেপ্টেম্বর জাতীয় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে প্রকাশিত ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে ৪সেপ্টেম্বর সোমবার সকাল ১১ঘটিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা হয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,জাতীয় সংসদ নির্বাচন এলেই রফিকুল আলম, জাহেদুল আলম ও আওয়ামী লীগ বিরোধী দলের লোকেরা আওয়মী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপ-প্রচারে তৎপর হয়ে উঠেন। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে বিভ্রান্ত করতে কিছু নিবন্ধনহীন জাগো জনতা ও নিবন্ধনযুক্ত দৈনিক যুগান্তর এমন সংবাদও সেই অপ-চেষ্টারই অংশ। তারা খাগড়াছড়ির স্থানীয় জেলার ও উপজেলার সাংবাদিকদের প্রভাবিত করতে না পেরে বিভিন্ন পত্রিকা অফিসে অর্থের বিনিময়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের পথ বেছে নিয়েছে।
এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি মনির হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমসহ জেলা আওয়ামীলীগ’র সকল নির্বাহী, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ কাশেম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজিব ত্রিপুরা ও সাধারণ সম্পাদক অ্যাড.বিশ্বজিৎ রায় দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।