July 4, 2025, 12:38 am
রানা খান,
গতকাল (রোজ শনিবার তাঃ০২.০৯.২০২৩) অনুমানিক সকালে ৭ঃ০০ সময় বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নের এয়ারপোটের মোড় থেকে একটু সামনে, রহমাতুল্লা বিল্ডিং এর পাশে মেহেদী হাসান ভবন এর দোতলায় ভাড়াটে গ্রামীণফোন সিম কোম্পানির কর্মরত এক অফিসারের বাসায় চুরি হওয়ার ঘটনা ঘটে, স্থানীয় সূত্রে জানা যায় যে অফিসারের বাবা সকালবেলা হাঁটতে বের হওয়ার কারণে দোয়ার খোলা রেখে যায় এই সুযোগে বাসা ভাড়া নাম করে চোরটি এপাশ ওপাশ ঘুরে দেখে এবং কাউকে না দেখতে পেয়ে তাদের বেডরুমে ঢুকে যায় তখন তারা ঘুমানো অবস্থায় ছিল স্বামী ও স্ত্রী, তারপরে তিনটি আইফোন মোবাইল ফোন ও কিছু নগদ টাকা নিয়ে বের হয়ে চলে যায়। চোরটি ধরা পড়েনি চোরকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিন্তু এই লোকটি স্থানীয় কেউ না লোকটিকে কেউ যদি চিনে থাকেন তাহলে অনুগ্রহ করে প্রশাসনের কাছে ধরিয়ে দিন তাঁকে। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।