December 22, 2024, 5:47 am
বি এম মনির হোসেনঃ-
সামাজিক বিভিন্ন কর্মকান্ড ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বরিশাল জেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য আগামীর গৌরনদী ও আগৈলঝাড়ায় রাজনৈতিক নেতৃত্বের নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন বরিশালের আগৈলঝাড়ার ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষো থেকে।পহেলা সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩-ঘটিকায়, ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের,প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান(সাগর)সেরনিয়াবাত এর উপস্থিতিতে আগৈলঝাড়া সেলাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্’কে। একাঝাক তরুণ শিক্ষার্থী ও কর্মজীবী তরুণের উৎসাহ উদ্দীপনায় বরিশাল জেলা আগৈলঝাড়া উপজেলা থেকে পরিচালিত অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান ও সামাজিক স্বেচ্ছাসেবীক সংগঠন ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব গঠন করে পরিচালনা করছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন।প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান(সাগর)সেরনিয়াবাত
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে জানান
“জীবনের প্রত্যয়ে আমরা সবাই একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ২৯ আগস্ট ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবটি ১০ জন সদস্য নিয়ে উদ্বোধন করে যাত্রা শুরু করে, সাংগঠনিক কার্যক্রম করে আসছি এই সংগঠনটি, সংগঠনটির সদস্যদের মধ্য থেকে নিজস্ব অর্থায়নে জেলা উপজেলায় অসুস্থদের মাঝে বিনামূল্যে ব্লাড ডোনেশন, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার আর্থিক অনুদান, অসহায় পরিবারের সামাজিক বিবাহ বন্ধনে আর্থিক সহায়তার, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার সুব্যবস্থাসহ পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে পাশে থাকা।ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৩০০ জনের অধিক।বরিশালের আগৈলঝাড়ায় ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দান ও অর্থ সহায়তা করে আসছি আমি সহ সংগঠনের সদস্য’রা। নিজ প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কাজ করেছে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান (সাগর) সেরনিয়াবাত। ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের বর্তমান সভাপতি রুমান হোসেন সানি, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।