December 22, 2024, 6:09 am
মোঃ মনিরুল ইসলাম নাচোল চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধিঃ ” দেশ বাঁচাও মানুষ বাঁচাও” এই স্লোগান চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্র্যালী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা জাতীয়তাবাদী দল ও পৌর শাখার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহিলা ডির্গী কলেজ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের।
র্র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জে ২আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বর্তমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপি দলের সাধারণ সম্পাদক দুরুল হোদা,
উপজেলা বিএনপি দলের সাংগঠনিক সম্পাদক নুর কামাল, বিএনপি নেতা প্রফেসর আলাউদ্দিন, নেজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, নাচোল ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত আলী, সিনিয়র নেতা শফিকুল ইসলাম, মোস্তফা বিশ্বাস, আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, পৌর যুবদলের সভাপতি নূহু আলম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন, পৌর আহ্বায়ক পিন্স, যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান, নাচোল ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক সাব্বির, নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসিম, কসবা ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামসহ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।