October 5, 2024, 2:28 am
অর্থ নয়”নির্যাতিত সকল সাংবাদিকদের পাশে দাঁড়ানোর একটি প্রতিবাদী সংগঠন”বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি-(বিএসএমএস)।যা বাংলাদেশ ছাড়িয়ে এখন বিশ্বের কয়েকটি দেশে কমিটি দেয়া হয়েছে।ঘরে বসে নয়”কাঁপনের কাপড় পরে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর সংগঠন।
——
বর্তমানে দেশ-বিদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর সর্ববৃহৎ “সাংবাদিক সংগঠন” যা ইতিমধ্যে দেশের প্রতিটি বিভাগ,৪৪ টি জেলা ও ১০৯ টি উপজেলা পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে- তারই ধারাবাহিকতায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব:- খন্দকার আছিফুর রহমান ভাই এর নির্দেশে আগামী মাসে জয়পুুরহাট জেলাসহ বাঁকি সকল জেলা উপজেলা কমিটি দেয়া হবে।
আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুণ-
নিরেন দাস
যুগ্ম-সাধারন সম্পাদক
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি-(বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ও সাঃ-সম্পাদক,উপজেলা প্রেসক্লাব”আক্কেলপুর,জয়পুুরহাট।
মোবাঃ ০১৯১৭-২১১১১২