December 30, 2024, 4:00 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া ও ১নং মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২২ (বাইশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ২জন কে গ্রেফতার সদর থানার পুলিশ।
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার নের্তৃত্বে এসআই(নিঃ) মোঃ শাহারুল ইসলাম,এছাড়াও এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ফরহাদ আলী, ও সঙ্গীয় ফোর্স সহ সদর থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর আসামী রাজু সিকদার(৩০), পিতা-আফাজ সিকদার ,স্থায়ী: গ্রাম- গেরামারা (গেরামেরা), থানা- মির্জাপুর, জেলা -টাঙ্গাইল, বর্তমান গ্রাম- ফ্রি স্কুল ষ্ট্রীট, কাঠাল বাগান (বাসা নং-১/১), থানা- কলাবাগান, জেলা –ঢাকাকে ২২ (বাইশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করেন। এ-সংক্রান্তে লালমনিরহাট থানায় মামলা হয় মামলা নং-৩৭, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) রুজু করা হয়েছে।ও সদর থানাধীন ১নং মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা মৌজাস্থ সাইফুল নার্সারী সংলগ্ন লালমনিরহাট গামী কাঁচা রাস্তার উপর মোটর সাইকেল যোগে মাদক পরিবহনের সময় ০২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১. মোঃ আমির হোসেন (৩৩), পিতা-মোঃ বাছের আলী, গ্রাম- বনগ্রাম (ওয়ার্ড নং- ০১) , থানা ও জেলা -লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করেন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামী পালিয়ে যায়। এ সংক্রান্তে ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয় মামলা নং-৩৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ রুজু করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি সাদা ও লাল রংয়ের PLATINA পুরাতন ১০০ সিসি মটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাসমত উল্লাহ।