October 5, 2024, 3:01 pm
ষ্টাফ রিপোর্টারঃ সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৩০শে আগষ্ট বুধবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপির নির্দেশনা মোতাবেক বেগম রওশন এরশাদের বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিমের নেতৃত্বে সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন দুলালের সুপারিশক্রমে সদর উপজেলা কমিটির সভাপতি ইদ্রিস আলী এই কমিটির অনুমোদন দেন।
এতে ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী কে আহবায়ক ও ডাঃ মোঃ মাহফুজুল গণিকে সদস্য সচিব করে কমিটিতে ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম ফকিরকে সিনিয়র যুগ্ম আহবায়ক করাসহ মোট ১২জনকে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি অাহবায়ক কমিটি আগামী ১ মাসের জন্য অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০শে সেপ্টেম্বর এর মধ্যে সকল ওয়ার্ড কমিটি করে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার সকালে অনুমোদিত আহবায়ক কমিটি ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সদস্য সচিব’র হাতে তুলে দেন বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন উদ্দিন দুলাল। এসময় মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,সদর উপজেলা জাতীয় পার্টির নেতা মকবুল হোসেন, চর নিলক্ষিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক লিটন চিশতী,সদস্য সচিব আব্দুল মতিন আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন-জসিম উদ্দিন মেম্বার,আব্দুর রশিদ সাবেক (মেম্বার),কামাল হোসেন মেম্বার,আব্দুল মালেক,আব্দুস সোবহাম,খোকন মিয়া,আবুল কালাম,মিল্টন মিয়া,বাদশা মিয়া,মোফাজ্জল হোসেন,হাতেম আলী, সম্মানিত সদস্য মকবুল হোসেন,নজরুল ইসলাম,আলাল উদ্দিন, বিল্লাল হোসেন,ফালাম উদ্দিন, রুহুল আমিন,মকবুল হোসেন,কবির সরকার, জহুর উদ্দিন ম্যানেজার প্রমুখ।