December 21, 2024, 2:31 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, গ্রাম ডাক্তার শংকর দেবনাথ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, গ্রাম ডাক্তার মৃত্যুঞ্জয় মন্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম, পীযুষ কান্তি সানা, আব্দুর রাজ্জাক সানা, বাসারুল ইসলাম বাচ্চু, আবুল কালাম আজাদ, আব্দুল করিম, রেজা, পঙ্কজ কুমার মন্ডল, মোহাম্মদ শফিকুল ইসলাম ও তরুণ কান্তি দাস।