December 21, 2024, 1:47 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
সুদের টাকার পরিশোধের চাপে বরিশালের উজিরপুর উপজেলার নিকু বেগম (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়। মৃত নিকু বেগম খোলনা গ্রামের দিনমজুর সুজন খানের স্ত্রী ৩ সন্তানের জননী।
স্থানীয়রা জানান, নিকু নিজ গ্রামের এক ব্যবসায়ী থেকে সুদে টাকা নিয়েছিলেন। সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় সোমবার একাধিক স্থানীয় প্রভাবশালীরা রাত ২টা পর্যন্ত সুদের টাকার বিষয় তার ঘরে দেনদরবার করেন। তারা চলে যাওযার পরপরই নিকু গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেন।
মৃতের মেয়ে সাথী বেগম অভিযোগ করেন, তার মায়ের মূত্যু জন্য সুদ ব্যাবসায়ী ছাড়াও তার আপন মামাও দায়ী। কারন তার মামা পিপুল সরদার তাদের জমি আটকে রেখেছে। জমি বিক্রি করে মা সুদের টাকা পরিশোধ করতে চেয়েছিল। কিন্তু মামা তা করতে দেয়নি।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আপতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।