October 5, 2024, 4:29 pm
বি এম মনির হোসেনঃ-
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে হত্যা, ক্যু ষড়যন্ত্রের সূচনা করেছে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসরা। আর এদের প্রেতাত্বা জামাত বিএনপি জোট আজকে নির্বাচনকে এবং গণতন্ত্রকে ভয় পেযে়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেষ্টা করছে, সে আসা এদেশে স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগন কোন দিনও সফল হতে দিবেনা। ২৮ আগস্ট সোমবার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের সরকারি
গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও এফবিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আসিক আব্দুল্লাহ,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী
উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরা নাহার মেরি,আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজর সাবেক অধ্যাপক এস এম হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বীর মুক্তিযোদ্ধা গন,বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাশ, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত (আজাদ),সাধারণ সম্পাদক মোঃ শহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত ফয়জুল, উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, ছাত্র লীগ নেতা মাহামুদুর রহমান সাগর সেরনিয়াবাত,
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক সহ আওয়ামীলীগ ও সহযোগী জসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।