October 9, 2024, 12:38 pm
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে নং ভেলাবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহিষতুলী গ্রামে হতে ১৩২বোতল ফেন্সিডিল উদ্ধার করেন আদিতমারী থানার পুলিশ।
গত(২৭শে আগষ্ট)২০২৩ইং রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মোঃ আজিজার রহমান,ও সঙ্গীয় ফোর্সের সহ আদিতমারী থানাধীন ২ নং ভেলাবাড়ী ইউপির ৬নং ওয়ার্ডের মহিষতুলী গ্রামে অভিযান পরিচালনা কালে আসামি ১। নুর মোহাম্মদ @ মোহাম্মদ আলী(৩৬), পিতা-মোঃ লুৎফর রহমান, মাতা-মোছাঃ আছিয়া বেগম সাং- মহিষতুলী, ৬ নং ওয়ার্ড থানা- আদিতমারী, জেলা -লালমনিরহাট। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ বাড়ীতে ১৩২ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের মোকাবেলায় উক্ত ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে পলাতক আসামির বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলা নং- ১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) রুজু হয়। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ২ নং ভেলাবাড়ী ইউপির ৬নং ওয়ার্ডের মহিষতুলী গ্রামে অভিযান চালিয়ে ১৩২বোতল ফেন্সিডিল উদ্ধার করেন আদিতমারী থানার পুলিশ।
হাসমত উল্লাহ।