December 21, 2024, 2:21 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ২৬ আগষ্ট রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ, সৈয়দপুরে বিদ্যমান সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও আধুনিকীকরণের জন্য স্টেকহোল্ডার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান, সিইও (সরকারের সচিব) পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি), প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক নীলফামারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন আবুল বাশার, অতিরিক্ত সচিব, পিপিপি, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা; হাসিবুর রহমান, সিভিল সার্জন নীলফামারী; আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; ফয়সাল রায়হান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দপুর; উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দপুর, মেয়র সৈয়দপুর পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ; বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ; ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।