December 22, 2024, 6:01 am
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে ও উপজেলার কর্মরত সকল তফসিলি ব্যাংকের বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেনন কক্ষে এর আয়োজন করা হয়।এ সময় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস‘২০২৩ উপলক্ষে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন, সবার উপস্থিতিতে কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জালনোট শনাক্ত করতে জনসচেতনতা বৃদ্ধিতে প্রাম্যণ্য চিত্রও প্রদর্শন এবং জাল নোট চিহ্নিত করা, জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর ব্যাপক ধারণা দেওয়া হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার অতিরিক্তি পরিচালক (ব্যাংকিং) কাজী নজরুল ইসলাম। বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম ব্যবস্থাপক (কারেন্সী) নিখিল চন্দ্র শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক লিমিটেড বেতাগী শাখার প্রিন্সিপাল অফিসার শফিউল আজম তালুকদার তালুকদার, আলোচনায় অংশ গ্রহন করেন, মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা এনজিও সন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, কৃষি ব্যাংক বেতাগী শাখার প্রিন্সিপাল অফিসার নাসির উদ্দিন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপ-শাখার ম্যানেজার জলিলুর রহমান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি সঞ্জয় কুমার হালদার, অনুষ্ঠান পরিচালনা করেন, ইউসিবিএল বেতাগী শাখা ম্যানেজার ভবেশ তালুকদার।এ কর্মশালায় বীরমুক্তিযোদ্ধা, উপজেলার সকল তফসিলি ব্যাংক শাখার ম্যানেজার, ক্যাশ অফিসার, এজেন্ট ব্যাংক প্রতিনিধি, এনজিও প্রধান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জেলে, কৃষক, সংবাদ কর্মি, ব্যবসায়ীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।