October 13, 2024, 6:40 am
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের দুই শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত এবং ড্রেজার মালিক সুনীলকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বিষখালী নদীর বদনিখালী চরের উত্তর পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের শ্রমিক কাঠালিয়া উপজেলার আমুয়ার ছেনাউডা গ্রামের মোঃ জাহাঙ্গীর (৩৫) ও পটুয়াখালী সদর উপজেলার ছোট বিগাই গ্রামেরমোঃ রাহাদ (৩২) প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন। একই আদালত ড্রেজার মালিক কাঠালিয়া উপজেলার আমুয়ার সুনীলকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের নেতৃত্বে নদীতে অভিযান চালিয়ে সকাল ৭ টায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় একটি বলগেট জাহাজ ও একটি ড্রেজার জাহাজ জব্দ করেন।
সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজন ড্রেজার শ্রমিককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং লেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বাজে উত্তলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।