October 13, 2024, 4:17 pm
নিজস্ব প্রতিনিধি:
শনিবার বিকালে রাউজান পৌরসভা ৬ নং ওয়ার্ড ছেমরি সদাগরের বাড়ির বাসিন্দার স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ( নিসচা) চট্টগ্রাম উওর জেলার উপদেষ্টা সাংবাদিক বিকাশ দাশ গুপ্তের মায়ের আজ শুভ জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মানিক দাশ গুপ্ত, জয় দাশ গুপ্ত,শুভ দাশ গুপ্ত, জয়ন্ত দাশ গুপ্ত,প্রনব চৌধুরী, তপন দাশ গুপ্ত,সৌরভ দাশ গুপ্ত, শয়ন দাশ গুপ্ত, দুলাল দাশ গুপ্ত, অন্তর দাশ গুপ্ত, অয়ন দাশ গুপ্ত, অর্ক দাশ গুপ্ত, সনাতম চৌধুরী, পরিমল কান্তি নাথ।