October 12, 2024, 3:33 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোশারফ হোসেন (৪০) নামের এক দোকানিকে রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়নপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোশারফ হোসেন একই গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
পুুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মোশারফ হোসেনের দোকানে যান চকধুলু নারায়নপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে নুরনবী। এসময় দোকানি মোশারফ হোসেন আগের ২০ টাকা বাঁকি পরিশোধ করতে বলেন নুরনবীকে। এনিয়ে নুরনবীর সঙ্গে মোশারফ হোসেনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নুরনবী রড দিয়ে মোশারফ হোসেনের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দোকানির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।