December 21, 2024, 4:24 pm
নেছারাবাদ পিরোজপুর প্রতিনিধি //
নেছারাবাদে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হয়ে নিখোজের ছয়দিন পরে স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেল বাড়ীর পাশে পেয়ারা বাগানে। শনিবার সকালে স্থানীয় সজল নামে এক ব্যক্তি পেয়ারা পারতে গিয়ে লাশটি দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামের ৭নং ওয়ার্ডে। নিহত ওই ব্যক্তির নাম শুভ মিস্ত্রী(২২)। তিনি ওই গ্রামের মৃত মধূ সুদন মিস্ত্রীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ভবতোষ জানান, শুভ মিস্ত্রী গত সোমবার(২১ আগষ্ট) বাড়ী থেকে রাগারাগি করে বের হয়ে যায়। তিন দিনেও সে বাড়ী ফিরছিলনা। এসময় তার স্ত্রীও রাগ করে বাবার বাড়ী চলে যায়। শুভ মিস্ত্রীর বৃদ্ধ মা নিরুপায় হয়ে ছেলে নিখোজের ব্যাপারে স্থানীয় থানায় একটি সাধারন ডায়েরি করেন। ২৬ আগস্ট(শনিবার) সকালে স্থানীয় সজল নামে এক ব্যাক্তি পেয়ারা পারতে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। প্রতিবেশিরা ছুটে এসে লাশটি শুভ মিস্ত্রীর বলে শনাক্ত করেন। পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে গেছেন।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো: জাফর আহমেদ জানান, শুনেছি, লোকটি স্ত্রীর সাথে ঝগড়া করে গত ছয়দিন পূর্বে বাসা থেকে বের হয়ে যান। শনিবার সকালে স্থানীয়রা পেয়ারা বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পাঠিয়ে থানায় লাশ নিয়ে আসা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।