October 5, 2024, 3:14 pm
গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুন।।
গাইবান্ধায় জেলা সদরে ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ সদস্য মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক ও চালকসহ ৩জনকে রংপুর থেকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার(২৬ আগস্ট) গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির বদৌলতে ঘটনার সাথে জড়িতদের ও ট্রাকটি সনাক্ত করা হয়। এরপর শুক্রবার রংপুর মহানগরের বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে ট্রাকটির চালকসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ট্রাকটির চালক জামাল মিয়া (৩৫), ট্রাকের হেলপার মশিউর রহমান (২৯) এবং ট্রাক মালিক আনিছুর রহমান (৪৪)। তাদের সবার বাড়ি রংপুরের মাহিগঞ্জে। অভিযুক্তদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা রজ্জু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য- গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়ার পরেও বদলী চালক হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু বোঝাই ট্রাক নিয়ে পাঠান। সেখানে ভোরবেলা আলু খালাস করে রংপুরের উদ্দেশে রওয়ানা দেয় ট্রাকটি। পথে আনুমানিক সকাল ৬টা ১৫ এর দিকে গাইবান্ধা শহরের পুরান জেলখানা মোড়ে আসলে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মর্মান্তিক মৃত্যু হয়।