October 9, 2024, 12:01 pm
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ পুলিশ সুপার কনফারেন্স রুমে ২৫ আগষ্ট (শুক্রবার) বিকেলে চেতনানাশক স্প্রে সনাক্ত ও গ্রেফতার করে প্রেসবিফিং করেছে পুলিশ সুপার এস এম মুরাদ আলী। তিনি জানান হবিগঞ্জ জেলার শায়েস্তাগন্জ – চুনারুঘাট এলাকায় বিগত কয়েক দিন যাবত বিভিন্ন বাসা বাড়ীতে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে বাসা বাড়ীর লোকজনদেরকে অচেতন করে মালামাল চুরি করে অতিষ্ঠ করে তুলেছে অজ্ঞান পাটির সদস্যরা। পুলিশ এব্যপারে তৎপর হয়ে উঠে। ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সচেতনমূলক মাইকিং, বিট পুলিশ, কমিউনিটি পুলিশিং অপরাধ সভা এবং মসজিদ মন্দিরে সতর্কতামূলক আলোচনা করে দিবা- রাএীকালিন ডিউটি শুরু করে। পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ও থানা পুলিশের অভিযানে ২৪ আগষ্ট রাত ১টা ৩০ মিনিটে চেতনানাশক স্প্রে পাটির সদস্য ফারুক মিয়াকে গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরান বাজার এলাকা থেকে আটক করে। আটককৃতদের জিজ্ঞেসাবাদে তাদের অন্য সহযোগীদের নাম প্রকাশ করে। গ্রেফতারকৃতরা জানায়, চেতনানাশক স্প্রে পাটির অন্যতম সদস্য। আটককৃত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে দুইটা গ্রীল কাটার চাইনিজ কুড়াল ১টি লোহার প্লাস ১টি সিসি ক্যামেরা ২টি রাউটার ১টি চাবির চড়া ১টি মেডিসিনের বোতল ও ৪টি অন্যান্য মালামাল সামগ্রী উদ্ধার করে সাক্ষির সামনে জব্দ করা হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান আমাদের অভিযান অব্যহত বাকিদের শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে। সে তার স্বীকারোক্তি দিয়েছে।