October 12, 2024, 2:51 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পটিয়ায় আওয়ামী লীগ নেতা সন্ত্রা*সী আবছার গ্রেফতার নাটোরের লালপুরে বিএনপি’র উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত  সুজানগরের পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুলাভাই নিহত, শ্যালক নিখোঁজ নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির” সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা’র শারদীয় শুভেচ্ছা বাংলাদেশ আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ কমান্ডার কর্তৃক কুড়িগ্রামে দুর্গাপূজার আইন-শৃংখলা পরিস্থিতি পরিদর্শন নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মুত্যুবার্ষিকী পালিত গোদাগাড়ী ও তানোরে বিএনপির নেতার পূজামণ্ডপ পরির্দশন ও অর্থ সহায়তা রাজশাহী মেডিকেল থেকে তিন দিনের নবজাতক চুরি র‌্যাব-১২ কর্তৃক অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার কালীগঞ্জে পরিবারের দাবি হ*ত্যা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছেন ইউএনও মিজাবে রহমত

প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছেন ইউএনও মিজাবে রহমত

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার কৃষি সমৃদ্ধ উপজেলা তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিজাবে রহমত। গত ২৬এপ্রিল ২০২১ তারিখে তারাকান্দায় যোগদানের পর থেকেই প্রাথমিক পর্যায়ে নানান শিক্ষাবান্ধব উদ্যোগের অনন্য নজির সৃষ্টি করেছেন ৩৩তম ব্যাচ এর বিসিএস প্রশাসন ক্যাডার এর এই কর্মকর্তা।

তিনি শত ব্যস্ততার মাঝেও প্রায় প্রতিদিনই প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটুখানি সুযোগ পেলেই ছুটে যান উপজেলার দূর দূরান্তের বিভিন্ন বিদ্যালয়ে। ইতোমধ্যে তিনি “বঙ্গবন্ধুকে জানো” শীর্ষক উদ্যোগের মাধ্যমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ‘মুজিব কর্ণার’ এ বঙ্গবন্ধু সংক্রান্ত বই উপহার দিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছেন।দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের খাতা ও পেন্সিল
টিফিন বাটি ও খেলাধুলার সামগ্রী উপহার প্রদান, বেসরকারি উদ্যোগে টুল বেঞ্চ প্রদানে উৎসাহিত করা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে উজ্জিবিত করা, খেলাধূলার ব্যবস্থাকরণে ক্রীড়া সামগ্রী প্রদান, শতভাগ উপস্থিতি নিশ্চিত করণে নিয়মিত মনিটরিং জোরদার, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠক করেন, আইসিটি সামগ্রী বিতরণ, মিড ডে মিল চালুর উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষকগণকে পরামর্শ, দিক-নির্দেশনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন , প্রাথমিক শিক্ষকদের জন্য আইসিটিসহ বিশেষ প্রশিক্ষণ আয়োজন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তারাকান্দার সকল প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে অবদান রেখেছেন ইউএনও মিজাবে রহমত।

তিনি নিজ উদ্যোগে উপজেলার সকল বিদ্যালয়ে কাব স্কাউট দল চালুর লক্ষ্যে বেসিক কোর্সের আয়োজন করেন। তার চেষ্টায় বর্তমানে প্রাথমিক পর্যায়ে শতভাগ প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম চালু আছে বলেও জানা গেছে। ইউএনও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নতুন ভবনের কাজ সমাপ্ত করতে জমি,বাউন্ডারি,রাস্তা সমস্যাসহ অনেক জটিলতা নিরসনে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে। সরকারি বরাদ্দের সদ্ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি, তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পর্যায়ে উদ্যোগ গ্রহণের মাধ্যমে উপজেলার পশ্চিম
বানিহালা ইউনিয়নের দিস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়,দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিসকা ইউনিয়নের মেছেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফরিদপুর সরকারী প্রাথমিক ও বাট্টামিলন বহুমূখী উচ্চ বিদ্যালয়
গাজিয়াপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ
উপজেলার ১৪১ টি প্রাথমিক বিদ্যালয়ের বেশীর ভাগ
বিদ্যালয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ ও স্কুলের জমি অবৈধ দখল মুক্ত করণ এবং রাস্তা নির্মান করে দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে এত কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজাবে রহমত বলেন, “বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাতে সামিল হতে এবং যে আধুনিক প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশনা দিয়েছেন তা আমাকে আমার কাজে প্রেরণা,উৎসাহ দেয় যা আমাকে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করতে উজ্জীবিত করেছে, আমাকে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করার শক্তি যোগায়। তাছাড়া আমি নিজে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি।

প্রাথমিক শিক্ষা বিষয়ে ইউএনওর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বলেন, “যোগদানের পর থেকেই সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে স্যার
যেভাবে প্রাথমিক শিক্ষা নিয়ে বহুমুখী কাজ করে চলেছেন তাতে এ উপজেলার শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি আমরাও গর্বিত ও অনুপ্রাণিত।স্যারের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আমি বিশ্বাস করি একদিন প্রাথমিক শিক্ষায় দেশের শ্রেষ্ঠ উপজেলায় পরিণত হবে তারাকান্দা।

এছাড়া তিনি সকল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় দিবস আড়ম্বরপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করা, বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের আগ্রহ তৈরির লক্ষ্যে কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের বিভিন্ন কর্মসূচি উৎসবমুখর পরিবেশে বাস্তবায়ন , বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জাক-জমকপূর্ণভাবে আয়োজনসহ আরো অনেক ইতিবাচক কার্যক্রম বাস্তবায়ন করেছেন ইউএনও মিজাবে রহমত।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD