October 14, 2024, 9:40 pm
গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুন।। গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব ইসলাম(৫২) নামে এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬. ১৫ ঘটিকার সময় জেলার পুরাতন জেলখানা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন নিহত বিপ্লব। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, ট্রাফিক পুলিশ বিপ্লব ইসলাম সকালে গাইবান্ধার পুরাতন জেলখানা ও ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন মোড়ে দায়িত্ব থাকায় মোটরসাইকেলে চড়ে সে জিরোপয়েন্টে পৌঁছা মাত্র পেছন হতে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, দুর্ঘটনার ঘটার সাথে সাথেই ট্রাকটি পালিয়ে যাওয়ার কারণে সেটি আর আটক করা সম্ভব হয়নি।