October 12, 2024, 4:17 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পটিয়ায় আওয়ামী লীগ নেতা সন্ত্রা*সী আবছার গ্রেফতার নাটোরের লালপুরে বিএনপি’র উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত  সুজানগরের পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুলাভাই নিহত, শ্যালক নিখোঁজ নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির” সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা’র শারদীয় শুভেচ্ছা বাংলাদেশ আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ কমান্ডার কর্তৃক কুড়িগ্রামে দুর্গাপূজার আইন-শৃংখলা পরিস্থিতি পরিদর্শন নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মুত্যুবার্ষিকী পালিত গোদাগাড়ী ও তানোরে বিএনপির নেতার পূজামণ্ডপ পরির্দশন ও অর্থ সহায়তা রাজশাহী মেডিকেল থেকে তিন দিনের নবজাতক চুরি র‌্যাব-১২ কর্তৃক অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার কালীগঞ্জে পরিবারের দাবি হ*ত্যা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশলের ২৫৫টি নতুন ভবন নির্মাণ

কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশলের ২৫৫টি নতুন ভবন নির্মাণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিধি মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কারিগরিসহ কলেজ প্রতিষ্ঠান সমূহে নতুন ভবন নির্মাণের কাজ সমাপ্তসহ চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেরামতের কাজ চলছে। ১৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে আসবাবপত্রও দেয়া হয়েছে। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পাচ্ছে শিক্ষক কক্ষ আর নতুন শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন সুবিধা পাওয়ায় শিক্ষার মান সার্বিক উন্নতি হচ্ছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কারিগরিসহ কলেজে নতুন ভবন মোট ২৫৫টির মধ্যে ১৯৮টি প্রতিষ্ঠানের কাজ শেষ এবং ৫৯টি নতুন ভবনের কাজ চলমান রয়েছে। ২৫৫টি ভবনের বরাদ্দ ৪২হাজার ৮৪০লাখ টাকা। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেরামতের কাজ চলছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষক, শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্ট লাঘবসহ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সফল সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর সার্বিক উন্নয়নে ভবন নির্মাণ করছেন।
অপরদিকে মাধ্যমিক শিক্ষায় ভৌত অবকাঠামোর উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন জরুরি। প্রয়োজন বিবেচনা করে এসব প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যরা শিক্ষা মন্ত্রণালয়ে নতুন ভবন প্রয়োজন তালিকা দিচ্ছেন। এসব তালিকার ভিত্তিতেই ভবন নির্মাণ করা হচ্ছে।

নগরাজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোত্তালিব সরকার, কচাকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ও পশ্চিম পায়রাডাঙ্গা আলিম মাদ্রাসার দাতা সাবেক কমিশনার শহিদুল ইসলাম বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিধি মোতাবেক দৃষ্টি নন্দন কাড়তে নির্মিত হচ্ছে নতুন ভবন। নতুন ভবনে মনোরম পরিবেশে শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পেয়ে উপকৃত। ফলে শিক্ষার গুণগত মান উন্নত হচ্ছে।

পশ্চিম পায়রাডাঙ্গা আলিম মাদ্রাসার শিক্ষার্থী মাইদুল ইসলাম, জোবায়ের রহমান জানান, ইতিপূর্বে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করতাম। নতুন ভবন পেয়ে অনেক আনন্দ লাগছে। আমরা নতুন ভবনে অনেক সুবিধা পেয়ে অতি উৎসাহে লেখাপড়া করছি।

ঠিকাদারী প্রতিষ্ঠান কে এম আবু বক্করের প্রোঃ কে এম বদরুল আহসান মামুন ও ঠিকাদার ফারুক হোসেন বলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কোয়ালিটি ম্যান্টেন করে নতুন ভবন নির্মাণ করছি। অনেক নতুন ভবনের কাজ সমাপ্ত হয়েছে। চলমান ভবনগুলোর নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ সবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ বলেন, বর্তমান সফল সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহকে অগ্রাধিকার দিয়েছে। কুড়িগ্রামে আর কোনো জরাজীর্ণ ভবন থাকবে না এমন লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এরই অংশ হিসাবে ঠিকাদারের মাধ্যমে বিধি মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে। অনেক ভবনের কাজ সমাপ্ত হয়েছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD